কেএনএফ’র আরও তিন সদস্য গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমায় কেএনএফ’র আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ভান নুয়াম থাং বম (৩৭), লাল রিন ত্লোয়াং বম (২০) এবং ভান লাল থাং বম (৪৫)। তাদের বাড়ি রুমার ইডেনপাড়া এলাকায়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবানের রুমা উপজেলার ইডেনপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ নিয়ে পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের প্রধান নাথামং বমের স্ত্রী লেনসমকিম বমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, ডাকাতি, ব্যাংক ও অস্ত্র লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় রুমা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্ল্যেখ, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক লুট এবং আইনশৃঙ্খলা বাহিনী ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ সদস্যরা। এ ঘটনায় এই পর্যন্ত ৮টি মামলা হয়েছে। এরমধ্যে রুমায় ৪টি ও থানচিতে ৪টি মামলা রয়েছে।