ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বললেন স্থানীয় সরকার উপদেষ্টা

কাজের গুনগতমানে কোনো আপস নয়

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ এরমধ্যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুত সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় হাসান আরিফ বলেন, দুর্যোগকালীন সময় একটি গোষ্ঠী খুশি হয়। কারণ প্রাকৃতিক দুর্যোগে দুর্নীতির নতুন ক্ষেত্র তৈরি হয়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাজের গুনগতমানে কোনো আপস করা যাবে না।

দেশের রাস্তাঘাট নির্মান ব্যয় অত্যাধিক, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তাঘাট নির্মাণ ব্যয় অত্যাধিক, তবে স্থায়িত্ব কম। প্রায়ই এই অভিযোগ আসে। দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। ছাত্র, কৃষক-শ্রমিক জনতার অভ্যূত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার লক্ষ্য রাষ্ট্র সংস্কার। এই সংস্কার করতে দুর্নীতিকে নির্মূল করতে হবে।

উপদেষ্টা নারীর ক্ষমতায়নে এলজিইডিকে সহায়ক ভূমিকা পালন করার পরামর্শ দিয়ে বলেন, এলজিইডি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকে। গ্রামে গ্রামে চলমান কর্মযজ্ঞে নারীদের অন্তর্ভুক্ত করতে হবে। তাদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি, গড়ে তুলতে হবে নিরাপদ কর্মসংস্থান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন -স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব ড. শের আলী খান এবং মো. নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বললেন স্থানীয় সরকার উপদেষ্টা

কাজের গুনগতমানে কোনো আপস নয়

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ এরমধ্যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুত সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় হাসান আরিফ বলেন, দুর্যোগকালীন সময় একটি গোষ্ঠী খুশি হয়। কারণ প্রাকৃতিক দুর্যোগে দুর্নীতির নতুন ক্ষেত্র তৈরি হয়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কাজের গুনগতমানে কোনো আপস করা যাবে না।

দেশের রাস্তাঘাট নির্মান ব্যয় অত্যাধিক, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তাঘাট নির্মাণ ব্যয় অত্যাধিক, তবে স্থায়িত্ব কম। প্রায়ই এই অভিযোগ আসে। দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। ছাত্র, কৃষক-শ্রমিক জনতার অভ্যূত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার লক্ষ্য রাষ্ট্র সংস্কার। এই সংস্কার করতে দুর্নীতিকে নির্মূল করতে হবে।

উপদেষ্টা নারীর ক্ষমতায়নে এলজিইডিকে সহায়ক ভূমিকা পালন করার পরামর্শ দিয়ে বলেন, এলজিইডি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকে। গ্রামে গ্রামে চলমান কর্মযজ্ঞে নারীদের অন্তর্ভুক্ত করতে হবে। তাদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি, গড়ে তুলতে হবে নিরাপদ কর্মসংস্থান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন -স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব ড. শের আলী খান এবং মো. নজরুল ইসলাম প্রমুখ।