https://bangla-times.com/
ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩

কলাপাড়ায় বাল্যবিবাহ রোধে কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৩ ১২:২৩ অপরাহ্ণ । ৪১ জন
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগের জন্য এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রন করেন।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এনসিয়র প্রোটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে।

ইউনিয়ন পরিষদের সদস্য হামিদুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার উপজেলা প্রোগ্রাম অফিসার মো.ইদ্রিস আলম, এনজিও প্রতিনিধি শোভন এ্যালবার্ট বিশ্বাস,সমাজকর্মী জুলিয়েট বাড়ৈ, শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বাল্যবিবাহের মাত্রা কমিয়ে আনার জন্য বিস্তারিত আলোচনা করেন।