https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

ঐশ্বর্য রাইকে নিয়ে কুরুচিকর মন্তব্য, পরে ক্ষমা

বাংলা টাইমস্
নভেম্বর ১৫, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ । ৩ জন
Link Copied!

ক্রিকেটারদের আক্রমণ করতে গিয়ে ঐশ্বর্য রাই বচ্চনের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন আব্দুল রজ্জাক। সেই মন্তব্য আবার হাসিমুখে সমর্থনও করেছিলেন শাহিদ আফ্রিদি-উমর গুল। সেই কুরুচিকর মন্তব্যে ঐশ্বর্যের কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার রজ্জাক।

তার কথা শুনে হেসে লুটিয়ে পড়া শাহিদ আফ্রিদি নাকি দাবি করেন, তিনি বুঝতে পারেননি যে রাজ্জাক ঠিক কী বলছেন। তিনি যদি বুঝতে পারতেন যে রাজ্জাক কী বলেছে, তাহলে তখনই প্রতিবাদ করতেন এবং সেই মন্তব্যের নিন্দা করতেন। যদিও নেটিজেনদের পালটা প্রশ্ন, যে ব্যক্তি কথা বুঝতে পারলেন না, তিনি এমন হেসে গড়িয়ে পড়েন কীভাবে?

বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্দুর রজ্জাক, উমর গুল, শাহিদ আফ্রিদিরা। সেখানেই পাক ক্রিকেট বোর্ডকে একহাত নেন রজ্জাক। প্রাক্তন অলরাউন্ডার বলেন, “বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেলল, সেই নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে চারদিকে। আমার মনে হয়, ক্রিকেটারদের উন্নতির চেষ্টাই করে না পাকিস্তান বোর্ড। যদি কেউ মনে করে ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই সন্তান সুন্দর দেখতে হবে, সেটা কখনই সম্ভব নয়।”

কিন্তু পরবর্তী সময় প্রবল চাপের মুখে রজ্জাক বলেছেন, “আমি মুখ ফুসকে ঐশ্বর্যের প্রসঙ্গ টেনে এনেছিলাম। আসলে অন্য কিছু উদাহরণ দিতে চেয়েছিলাম। কিন্তু মুখ থেকে ঐশ্বর্যজি’র নাম বেরিয়ে গিয়েছিল। তাঁর কাছে আমি ক্ষমা চাইছি। আমার সেটা উদ্দেশ্য ছিল না। অন্য কোনও উদাহরণ দেওয়া উচিত ছিল। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।” তবুও কিন্তু বিতর্ক থামার নাম নিচ্ছে না।