https://bangla-times.com/
ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০২৩

ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ!

বাংলা টাইমস্
নভেম্বর ২২, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ । ৭৫ জন
Link Copied!

ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটতে চলেছে। ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন।

আরাধ্যর জন্মদিনেও অমিতাভ-জয়ার কাছ থেকে মেলেনি শুভেচ্ছা। এ থেকেই সন্দেহের সূত্রপাত। উসকে দিচ্ছে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার ‘সংসার ভাঙার’ গুঞ্জন।

ঘটনার শুরু প্যারিস ফ্যাশন উইকে। সেখানে ঐশ্বরিয়ার পাশাপাশি শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নাভেলি নন্দা উপস্থিত থাকলেও, একে অপরকে এড়িয়ে যান তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বিা হয়, ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দূরত্ব বেড়েছে বচ্চনদের। চলতি মাসের প্রথম দিন নিজের ৫০তম জন্মবার্ষিকী উদযাপনের যে ছবি পোস্ট করেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী, সেখানে তার পাশে স্বামী অভিষেক বা শ্বশুরবাড়ির কাউকে দেখা যায়নি।

তবে এ নিয়ে এখন পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে। অভিষেক কিংবা ঐশ্বরিয়া কেউই মুখ খোলেননি।