সংবাদ শিরোনাম ::
এবার থানচিতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা
বান্দরবান প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এই ডাকাতির চেষ্টা চালায়। এসময় বাজার ঘেরাও করে ফাঁকা গুলি ছোড়ে ডাকাতরা।
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করা হয়।
জানা গেছে, দু’টি গাড়িতে করে ডাকাতরা এসে প্রথমে ব্যাংকে প্রবেশ করে। এসময় কিছু ফাঁকা গুলির শব্দ পাওয়া যায়। এরপর তারা ব্যাংকের কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে নিয়ে যায়। কত টাকা লুট হয়েছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
স্থানীয়রাদের ধারণা, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা এসব ঘটিয়ে থাকতে পারে। এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছেছে। অনেকে মনে করছেন এই ডাকাতির ঘটনা পরিকল্পিত।