একই স্থানে সমাবেশ ডাকলেও কেউই সমাবেশ করতে পারেনি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
একই স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই পক্ষের সমাবেশ ডাকলেও কেউই সমাবেশ করতে পারেনি। উত্তেজনার পরিস্থিতি এড়াতে কোন পক্ষকেই সমাবেশ করতে দেয়নি জেলা প্রশাসন।
জানা গেছে, সচেতন নাগরিক সমাজ ও জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে একই সময় সমাবেশে আহ্বান করে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও সমাবেশ স্থলে কাউকেই ঢুকতে দেয়নি পুলিশ। এর ফলে টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষ পৃথক স্থানে সংক্ষিপ্ত পথ সমাবেশ করে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার সকাল থেকেই সমাবেশ স্থলে ও শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদ মোতায়েন করা হয়। এছাড়া পুলিশ, ডিবি ও র্যাবের ভ্রাম্যমান টহল দল শহর প্রদক্ষিণ করে।
টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, সবাবেশ স্থলে কাউকেই সমাবেশ করতে দেয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় কোন পক্ষকেই সমাবেশ না করতে দেয়াহয়নি।