সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফল অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৭৮ শতাংশ। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১। এ বছর জিপিএ-৫ ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।
গত বছর ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী- ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।