https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩

ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৪

বাংলা টাইমস্
নভেম্বর ২১, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ । ৭ জন
Link Copied!

লেবাবনের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এ হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।নিহত সাংবাদিকরা লেবাননের আল মায়াদিন টেলিভিশনের কর্মী ছিলেন।

স্থানীয় বার্তা সংস্থা এনএনএর প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের তাইর হারফা এলাকায় ইসরায়েলের বোমায় চারজন নিহত হয়েছেন। আল মায়াদিন জানায়, হামলায় তাদের প্রতিনিধি ফারাহ ওমর ও ক্যামেরাম্যান রাবিহ মামারি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। আল-মায়াদিন টেলিভিশনের পরিচালক ঘাসান বিন জিদ্দো জানিয়েছেন, নিহত তৃতীয় বেসামরিক ব্যক্তিও তাদের প্রদায়ক হিসেবে কাজ করতেন।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তেও উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৯৫ লেবাননি নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই হিজবুল্লাহর যোদ্ধা।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩ হাজারে ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সরকার। এরই মধ্যে ৪৫ দিন পেরিয়ে গেলেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। যদিও জাতিসংঘসহ আরব দেশের নেতারা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন।