সংবাদ শিরোনাম ::
‘আলোচিত’ সাবেক এমপি হেনরী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ড: জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার সদর থানার বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দুপুরে নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগ।
জানা যায়, তারা মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৯।
র্যাব জানিয়েছে, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়। সেই মামলায় হেনরী ও তার স্বামী আসামি।