https://bangla-times.com/
ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু

ফেরদৌস সিহানুক (শান্ত, চাঁপাইনবাবগঞ্জ
মে ১৭, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ণ । ৩০ জন
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রিশাত আলী (১০)। সে সদর উপজেলার দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে। নিহত অপরজন হলো-তারিফা (১৭)। সে একই উপজেলার মধ্য শেখপাড়া গ্রামের তাজেমুল শেখ ওরফে গুধু শেখের মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যার আগে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বাগানে আম কুড়াতে যায় রিশাত আলী। এর কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

অপরদিকে, সদর উপজেলার উপজেলার মধ্য শেখপাড়া গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তারিফা মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) এসএম মাকছুদুর রহমান জানান, আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।