আবারও মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এই অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েকটি জায়গায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও হামলা-সংঘষেং মুন্সিগঞ্জে দুইজন ও মাগুরায় একজন নিহত হয়েছে। এই অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা।
রবিবার (৪ আগস্ট) এই তথ্য জানা গেছে।
টেলিযোগাযোগ সূত্র বলছে, এরমধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে। রবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফোর-জি নেটওয়ার্ক বন্ধ থাকবে।
এদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোন নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সরকিার চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ বন্ধ করে দেয়া হয়।
এর ৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। আর ১০ দিন পর গত ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়।