সংবাদ শিরোনাম ::
‘আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশালে’
শাহ জালাল, বরিশাল
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে।
শনিবার (১৮ মে) সকালে বরিশাল স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন,জাতীয় পর্যায় বরিশালের ছেলেরা যেনো বেশি সংখ্যক খেলতে পারে সেই চেষ্টা স্থানীয় সংগঠকদের করতে হবে।
বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম প্রায় শেষ পর্যায়। আন্তর্জাতিক মানের মাঠ তৈরির লক্ষ্যে ঘাস লাগানো হয়েছে।
পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, বিসিবি’র কাউন্সিলর প্রদীপ কুমার গাঙ্গুলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক প্রকৌশলী শিবু লাল খাসকেল উপস্থিত ছিলেন।