আদমদিঘীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু।
এ সময় উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ফিরোজ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় কূমার পাল, উপজেলা প্রকৌশলী রিপন কূমার শাহ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খোন্দকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাপা, ইউপি চেয়ারম্যান আবদুল হক আবু, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।