https://bangla-times.com/
ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩

আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নিহত ১১ পর্বতারোহী

বাংলা টাইমস ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ । ৬১ জন
Link Copied!

ইন্দোনেশিয়ায় পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কমপক্ষে ১১ পর্বতারোহী নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। সোমবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়, সুমাত্রা দ্বীপের মারাপি পর্বতে রোববার থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়।

পাদাং অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান আবদুল মালিক বলেন, শনিবার থেকে পর্বতটিতে ৭৫ পর্বতারোহী ছিলেন। এদের মধ্যে ১২ জন নিখোঁজ রয়েছেন। আর ৪৯ জন নিরাপদে নেমে এসেছেন। ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আটকে পড়া পর্বতারোহীদের নিরাপদে নামিয়ে আনতে কাজ করছে উদ্ধারকারী বাহিনী। ওয়েস্ট সুমাত্রা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান রুডি রিনালদি এএফপিকে বলেন, প্রচণ্ড তাপের কারণে কেউ কেউ পুড়ে গেছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইন্দোনেশিয়া দ্য রিং অফ ফায়ারে অবস্থিত। এট প্রশান্ত মহাসাগরের প্রান্তে সমুদ্রগর্ভস্থ আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের স্থানগুলোর একটি বলয়। এ অঞ্চলে অনেক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় এবং ভূমিকম্প হয়। দক্ষিণ-পূর্ব এশিয়াতে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।