https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাংলা টাইমস্
নভেম্বর ১৪, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ । ৬ জন
Link Copied!

কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের বাণিজ্য কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম। 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে গতকাল সোমবার এক দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আগরতলার ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাসের স্বাক্ষরিত এক চিঠিতে এই বন্ধের বিষয়টি জানানো হয়েছিল। এক দিনের ছুটি শেষে আজ সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। 

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিনের জন্য বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক ছিল।