রাজশাহীতে বললেন দুদু
আওয়ামী লীগ পচে দূর্গন্ধ ছড়াচ্ছে
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ পচে দূর্গন্ধ ছড়াচ্ছে। কারন এই হায়নারূপি আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার প্রধানমন্ত্রী খুনি হাসিনা দেশের মানুষকে মানুষ মনে করতেন না। তিনি নিজেকে সব থেকে বেশী ক্ষমতাধর মনে করেছিলে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে ঐ সন্ত্রাসী, নির্যাতনকারী বাকশালী সরকারের পতন হয় এবং খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। যাওয়ার আগে তিনি প্রায় সহস্রাধীক ছাত্র-জনতাকে হত্যা করেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, রাজশাহীতে আজ বিএনপি’র গণজোড়ার নেমেছে। অথচ ঐ খুনি হাসিনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন করেছে। মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রেখেছে। শুধু নেতাকর্মীই নয় বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রেখেছিলো। তাঁকে চিকিৎিসা পর্যন্ত করতে দেয়নি।
তিনি আরও বলেন, বিগত আওয়ামলীগ সরকারের কোনমন্ত্রী, এমপি ও অনেক আমলা, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা-কর্মচারী পালিয়ে গেছেন। কারন তারা যে অপকর্ম শেখ হাসিনার নির্দেশে করেছিলো তার সীমা নেই । এ কারনে শেখ হাসিনার সাথে সাথে তারাও পালিয়ে যায়। কিন্তু পালিয়ে লাভ হবেনা। সবাইকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে কাঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে। এর মানে এই নয় বিএনপি ক্ষমতায় গেছে। বর্তমানে দেশে সংস্কার কাজ চলছে। দ্রুত এই সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেয়ার দাবী জানান।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও হেলাল উদ্দিন তালুকদার লালু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকটে শফিকুল হক মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া বিএনপি’ আহবায়ক আবু বকর সিদ্দিক, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তাফা মামুন ও তোফায়েল হোসেন রাজু।