সংবাদ শিরোনাম ::
‘আওয়ামী লীগ নির্বাচন নিয়ে প্রতারণা করেছে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে সাধারণ মানুণের সাথে প্রতারণা করেছে। দেশের জনগণের ভোট দখল করে এখন আইনজীবী, ব্যবসায়ীদের ভোটও দখল করছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে নয়াপল্টনে নারী দিবসে উপলক্ষে মহিলা দলের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন ধর্ষণের দেশে পরিণত হয়েছে। ধর্ষণের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা জড়িত রয়েছে বলেও অভিযোগ তুলেন তিনি।
তিনি আরও বলেন, মানুষকে ভয় ভীতি দেখিয়ে দেশ পরিচালনা করছে সরকার। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান বিএনপির। নারীর অধিকার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন চলমান থাকবে।

























