সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ভারত
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠলো ভারত। গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিলো ভারতীয় দল। তবে ভারতের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।এর ফলে সেমিফাইনাল নিশ্চিত করলো রোহিত শর্মার দল।
জয়ের জন্য ২০ ওভার ব্যাটিং করেও ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২৪ রানে হেরে সেমিফাইনালে খেলার সুযোগ হাত ছাড়া হয়ে গেছে অজিদের। গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে সেমিতে পা রাখল ভারত।
সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নামে ভারত। এরপর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে দলটি। দলের হয়ে রোহিত শর্মা সর্বোচ্চ ৯২ রান করেন। এর জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানে আটকে যায় অস্ট্রেলিয়া।