ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‘অশান্তি সৃষ্টি করলে শক্ত হাতে দমন’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকার আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চায়। তবে অশান্তি সৃষ্টি করলে শক্ত হাতে দমন করা হবে।

রবিবার (৪ আগস্ট) বিকালে সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি। সংঘাতে যেতে চাচ্ছি না। একই সাথে বলতে চাই, সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। অশান্তি সৃষ্টি করা হলে তা শক্ত হাতে দমন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আন্দোলন এখন সন্ত্রাস-সহিংসতায় চলে গেছে। আমাদের শান্তির পক্ষে অবস্থান ছিলো। আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। সহিসংতার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছিল, তার বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। যারা আহত-নিহত হয়েছেন এদের মধ্যে অনেকে শিশু ছিল। এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের সতেরো কোটি মানুষ কাঁদছে। এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেনি। আন্দোলনকারীরা বিএনপির সাথে একাক্মতা প্রকাশ করেছে। এখন আর তারা আলাদা থাকলো না। এটা বিএনপি জামায়াতই হয়ে গেলো। মূলত এতোদিন তাদের দাবি ছিল কোটা। সেটা পূরণ হলো। তারপর দাবি ছিল, আলোচনা, সেটার দ্বার খুলে দেওয়া হলো। দাবি ছিল বিচার সেটাও পূরণ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘অশান্তি সৃষ্টি করলে শক্ত হাতে দমন’

সংবাদ প্রকাশের সময় : ০৯:১১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকার আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চায়। তবে অশান্তি সৃষ্টি করলে শক্ত হাতে দমন করা হবে।

রবিবার (৪ আগস্ট) বিকালে সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি। সংঘাতে যেতে চাচ্ছি না। একই সাথে বলতে চাই, সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। অশান্তি সৃষ্টি করা হলে তা শক্ত হাতে দমন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আন্দোলন এখন সন্ত্রাস-সহিংসতায় চলে গেছে। আমাদের শান্তির পক্ষে অবস্থান ছিলো। আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। সহিসংতার ফলে যে হতাহতের ঘটনা ঘটেছিল, তার বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। যারা আহত-নিহত হয়েছেন এদের মধ্যে অনেকে শিশু ছিল। এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের সতেরো কোটি মানুষ কাঁদছে। এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেনি। আন্দোলনকারীরা বিএনপির সাথে একাক্মতা প্রকাশ করেছে। এখন আর তারা আলাদা থাকলো না। এটা বিএনপি জামায়াতই হয়ে গেলো। মূলত এতোদিন তাদের দাবি ছিল কোটা। সেটা পূরণ হলো। তারপর দাবি ছিল, আলোচনা, সেটার দ্বার খুলে দেওয়া হলো। দাবি ছিল বিচার সেটাও পূরণ হচ্ছে।