সংবাদ শিরোনাম ::
অবসর নিয়ে যা বললেন রোহিত
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
রোহিত শর্মার অধিনায়কত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের পরও রোহিত শর্মাকে বাঁকা প্রশ্ন হজম করতে হয়। তাকে প্রশ্ন করা হলো কবে অবসর নেবেন?
রোহিত বলেন, গত ২-৩ বছরে আমার খেলা আগের থেকে অনেক উন্নত হয়েছে। এই মুহূর্তে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা মাথায় আসছে না।
এই মুহূর্তে রোহিতের বয়স ৩৭। চলতি বছরের জুনে টি-২০ বিশ্বকাপ। সেই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হিটম্যান। তবে প্রশ্ন হল তাকে কি আদৌ পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে দেখা যাবে?
আশার কথা হলো, রোহিত যে ভাবে ভাবছেন, তাতে হয়তো আগামিদিনে টেস্টের বদলে শুধু সাদা বলের ক্রিকেটকে বেছে নেবেন। তাতে তার ক্রিকেট কেরিয়ার খানিকটা হলেও বাড়বে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতায় ভারতীয় হিসেবে রোহিত সবচেয়ে বেশি ৯টা সেঞ্চুরির রেকর্ড ধরমশালাতেই করেছেন। বিরাট কোহলিও তার পিছনে।