বিএনপির অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে তারা বাসে আগুনের খবর পায়। এরপর পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
বুধবার (২২ নভেম্বর) থেকে আবারও সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। গত ২৯ অক্টোবর থেকে সরকারের পদত্যাগের দাবিতে দলটির প্রায় ধারাবাহিক হরতাল–অবরোধের মধ্যে প্রায় দুই শ যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।
২৪ দিনে ১৯৭ যানবাহন–স্থাপনায় অগ্নিসংযোগ, বেশি ঢাকা দক্ষিণে২৪ দিনে ১৯৭ যানবাহন–স্থাপনায় অগ্নিসংযোগ, বেশি ঢাকা দক্ষিণে
ফায়ার সার্ভিস বলছে, গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে মোট ১৯৭টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া যানবাহনের মধ্যে অধিকাংশই বাস। গত ২৪ দিনে প্রতিদিন গড়ে ৭টি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে প্রতিদিন গড়ে পুড়েছে ৫টি করে বাস।