অবন্তিকার আত্মহত্যা: প্রক্টর ও শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে
- সংবাদ প্রকাশের সময় : ০১:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। গ্রেপ্তারকৃতদের কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনা প্রবাহে অবন্তিকা মানসিকভাবে বিপর্যস্থ ছিলো। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, গ্রেপ্তার দু’জনকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক সত্যতার বিষয় জানা গেলেও কুমিল্লা পুলিশের জিজ্ঞাসাবাদে বিস্তারিত বেরিয়ে আসবে।
এর আগে, শনিবার (১৬ মার্চ) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অবন্তিকার মা তাহমিনা শবনম মামলা দায়ের করেন।
মামলায় তিনি উল্লেখ করা হয়, অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী অবন্তিকাকে যৌন হয়রানি করে আসছিল। এ বিষয়ে সহকারী প্রক্টর দ্বীন ইসলামের কাছে অভিযোগ করেন। কিন্তু তিনি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অবন্তিকাকেই নানাভাবে অপমান করে আসছিলেন।