ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারে আরও ৫ উপদেষ্টা, শপথ শুক্রবার

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারে আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এই তথ্য জানা যায়। ‌

এ পযন্ত যাদের নাম জানা গেছে।তারা হলেন- ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে:কর্ণেল (অব:) জাহাঙ্গীর কবির, ফাওজুল কবির খান।

গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এ পর্যন্ত ১৭।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা যায়, তাদের ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। কতোজন উপদেষ্টা হবেন, তা তারা জানেন না। উল্লেখ্য, এই ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়ে থাকে। তাই গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য,জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি, বাণিজ্য মন্ত্রণালয়সহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব।

অন্য উপদেষ্টাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুলকে আইন, মো. তৌহিদ হোসেনকে পররাষ্ট্র; আদিলুর রহমান খানকে শিল্প, হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক, বন ও জলবায়ু পরিবর্তন; শারমিন এস মুরশিদকে সমাজকল্যাণ; ফারুক-ই-আজমকে মুক্তিযুদ্ধবিষয়ক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র,আ ফ ম খালিদ হোসেনকে ধর্ম, ফরিদা আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ, নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা, মো. নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট (সোমবার) পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্তর্বর্তী সরকারে আরও ৫ উপদেষ্টা, শপথ শুক্রবার

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারে আরও ৫ উপদেষ্টা যুক্ত হচ্ছেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এই তথ্য জানা যায়। ‌

এ পযন্ত যাদের নাম জানা গেছে।তারা হলেন- ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে:কর্ণেল (অব:) জাহাঙ্গীর কবির, ফাওজুল কবির খান।

গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এ পর্যন্ত ১৭।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা যায়, তাদের ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। কতোজন উপদেষ্টা হবেন, তা তারা জানেন না। উল্লেখ্য, এই ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়ে থাকে। তাই গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য,জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি, বাণিজ্য মন্ত্রণালয়সহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব।

অন্য উপদেষ্টাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুলকে আইন, মো. তৌহিদ হোসেনকে পররাষ্ট্র; আদিলুর রহমান খানকে শিল্প, হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক, বন ও জলবায়ু পরিবর্তন; শারমিন এস মুরশিদকে সমাজকল্যাণ; ফারুক-ই-আজমকে মুক্তিযুদ্ধবিষয়ক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র,আ ফ ম খালিদ হোসেনকে ধর্ম, ফরিদা আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ, নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা, মো. নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট (সোমবার) পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।