https://bangla-times.com/
ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪

অনিশ্চয়তা-আতঙ্কে ঘুমধুমের এসএসসি পরীক্ষার্থীরা

কক্সবাজার প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ । ১০৪ জন
Link Copied!

এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। বাকি মাত্র ৪ দিন। তবে মিয়ানমার সংঘাতের কারণে আতঙ্কে সীমান্তবর্তী ঘুমধুমের পিরীক্ষার্থীরা। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্র নিয়ে অনিশ্চিয়তায় রয়েছে।

জানা গেছে, গোলাগুলি, বোমা , মর্টার শেলের বিকট আওয়াজ আতংকে দিন কাটছে সীমান্তবাসীর। গোলাগুলি কিছুটা কমলেও গত তিনদিন ধরে সীমান্তে একের পর এক মিলছে অবিস্ফোরিত মর্টার শেল। এ নিয়ে আতংকগ্রস্ত এএসএসসি পরীক্ষার্থীসহ সীমান্তবাসী।

এখানকার শিক্ষার্থীরা বলছে, গুলির শব্দের কারণে লেখাপড়া করা যাচ্ছে না। আতঙ্কে তারা নিজেরাই বাড়িতে থাকতে পারে না। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্যদের ধুমধুম উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। ফলে কোচিং ও ক্লাস বন্ধ রয়েছে।

তারা আরও জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে। গত বছরও সীমান্তের পরিস্থিতি খারাপ হওয়ায় জরুরি মুহূর্তে এসএসসি পরীক্ষার কেন্দ্র নেওয়া হয়েছিল কুতুপালং উচ্চ বিদ্যালয়ে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র সরিয়ে নেওয়া হবে। তবে এবার কুতুপালং নয়, অন্য বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র সরিয়ে নেওয়া হবে।