অধ্যক্ষ আব্দুস ছাত্তার নীলফামারী জেলা আমীর নির্বাচিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
নীলফামারী’র ডিমলা কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার জেলা আমীর নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মপরিষদের বৈঠকে চলমান পরিস্থিতির নিয়ে আলোচনা শেষে নীলফামারী জেলা আমীরের নাম ঘোষনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
উল্ল্খে; গত (১৪অক্টোম্বর) নীলফামারী জেলা রুকন সম্মেলন আল-হেলাল একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে ডোমার,ডিমলা,জলঢাকা,কিশোরগঞ্জ,সৈয়দপুর ও নীলফামারী সদর উপজেলার ৮৫০ জন রুকন অংশ নেয়।এ রুকন সম্মেলনে ডিমলা কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসাবে প্রতিদদ্বদ্বিতা করেন।
এই রুকন নির্বাচনে ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোটাররা বিপুল ভোটে তাকে নির্বাচিত করেণ।এরঅগে তিনি জেলা জামায়াতের নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন।