সংবাদ শিরোনাম ::
অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে শাহার মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (০৮ মার্চ) ভোরে পৌর এলাকার শান্তিনগরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহার বাড়ি শান্তিনগরে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নূরে আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ফজরের নামাজ আদায় করে সকাল সোয়া ৬টার দিকে বড় বাজার-ধরখার সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন শাহার। এসময় আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় শাহারকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছেন।